Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

UITRCE এর ভবিষ্যৎ পরিকল্পনাঃ

 

১) দেশের সব কয়টি উপজেলাতে ইউআইটিআরসিই স্থাপন এর কাজ সু-সম্পন্ন করা ।

২) দেশের সকল শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আধুনিক পদ্ধতিতে পাঠদানের জন্য দক্ষ করে গড়ে তোলা ।

৩) উপজেলা পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যমে জাতীয় অগ্রগতিতে গুরুত্ত্বপূর্ন অবদান রাখা ।

৪) সকল স্কুল এবং কলেজগুলোতে মাল্টিমিডিয়িা কনন্টেন্ট ও ক্লাস রুম এর সর্বোত্তম ব্যাবহার নিশ্চিত করতে ভূমিকা রাখা ।

৫) উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখা ।

৬) উপজলো ডেটা ওয়ারহাউজ তৈরী করা ও ব্যানবেইস এর বিভিন্ন সেন্ট্রাল ডেটাবেইজ এর তথ্য হালনাগাদ রাখা ।

৭) সংশ্লষ্টি উপজলোর সাধারণ মানুষকে আইসিটি এর প্রয়োগ ও ব্যাবহার সম্পর্কে উদ্ভুদ্ধ করে তোলা এবং তাদের প্রশিক্ষণ এর মাধ্যমে আইসিটিতে দক্ষ করে তোলা । 

৮) স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণের জন্য সাইবার সেন্টার চালু রাখা ও এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা ।

৯) নাগরিকদের Access to Information (A2I) সেবা ও স্বল্প সময়ে তথ্য প্রাপ্তি সেবা নিশ্চিত করা ।

১০) আইসিটি শিক্ষা ক্ষেত্রে ইনোভেশন ও জাতীয় শুদ্ধাচার কৌশল এর প্রায়োগিক দিক নিশ্চিত করা ।

১১) সরকারের 7th 5YP, ভিশন-২০২১ [ডিজিটাল বাংলাদেশ], SDG Goals, রুপকল্প – ২০৪১, সর্বোপরি ২০৭১ এর সোনার বাংলা গড়ার লক্ষ্যে শিক্ষা, আইসিটি ও অন্যান্য ক্ষেত্রে ভূমিকা রাখা ।